কলকাতা: অনলাইন গেমিং (Online Gaming Fraud) অ্যাপের মাধ্যমে কোটি টাকার প্রতারণা চক্রের হদিস নিউটাউনে। পুলিশ সূত্রের খবর, ১ মাস ১২ দিন অফিস খুলে কোটি টাকা প্রতারণা। দুবাই যোগ আছে বলে। ঘটনায় ১০ জনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। নিউটাউন (New Town) সিই ১৩২ নাম্বার বাড়িতে অফিস খুলেছিল অভিযুক্তরা।সেখান থেকেই চলত প্রতারণা চক্র। সেই এফিসে হানা দিয়ে উদ্ধার হয় প্রচুর নথি, ১০০ টি সিম কার্ড, ১০০ ব্যাংকের পাস বই, ১০০ টি এটিএম কার্ড। শনিবার ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে। ধৃতরা মূলত উত্তরাখন্ড ও ছত্রিশগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের বারাসাত কোর্টে তোলা হয়।
যুব সমাজ অনলাইন গেমে মত্ত। আর সেই অনলাইন গেম খেলতে গিয়েই সব কিছু খোয়াছেন অনেকেই। পুলিশ সূত্রে খবর, দুবাই থেকে অপারেট হত এই অনলাইন গেমের প্রতারণা চক্র। নিউটনের সিই ব্লক এ এক মাস বারো দিন ধরে অফিস খুলে কোটি টাকা মতো প্রতারণা করছিল। নিউটাউন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই অফিসে হানা দেয়। সেখান থেকে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। এরা মূলত উত্তরাখান্ড এবং ছত্রিশগড়ের বাসিন্দা। তল্লাশি চালিয়ে এদের অফিস থেকে বহু নথি, একশটির মতো সিম কার্ড এটিএম কার্ড পাসবই উদ্ধার হয়।
আরও পড়ুন:বাতিল ১০৮ লোকাল, শিয়ালদহ-বারুইপুর শাখায় যাত্রী ভোগান্তি চরমে
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এই গেম যারা ডাউনলোড করেছিলেন তাঁদের প্রথমে একটি নির্দিষ্ট টাকা জমা দিয়ে খেলা শুরু করতে হয়েছিল। প্রথমদিকে এদের জেতা টাকা ফুরিয়ে দিলেও পরবর্তীতে যখন বেশি অ্যামাউন্টের টাকা দিয়ে তারা গেম খেলতে শুরু করে তখন তাদের জেতা টাকা উইড্র করতে গেলে নানা অজুহাত দেখাতে শুরু করে। এইভাবে তারা আর তাদের জেতা টাকা ফেরত পায়না। প্রতারণা শিকার হয় তারা। শনিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে ধৃতদের থেকে জানতে চাইছে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে। কোথায় কোথায় অফিস রয়েছে সেই বিষয়ে খোঁজখবর নেবে বলে পুলিশ সূত্রে খবর।
অন্য খবর দেখুন